১২ জুন ২০২০, শুক্রবার, ৬:২৬

বদরুন্নাহারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

মুন্সীগঞ্জ জেলা শাখা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি বদরুন্নাহার ৫৫ বছর বয়সে ১২ জুন ভোর ৪টায় রাজধানী ঢাকার নিজ বাসায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি দীর্ঘ দিন যাবত ক্যানসার রোগে আক্রান্ত ছিলেন। তিনি বাংলাবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তিনি ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ জুন বাদ জুমআ সরকারি কবি নজরুল কলেজের পাশে ক্বারী জামে মসজিদে সালাতে জানাযা শেষে তাকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

বদরুন্নাহারের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১২ জুন ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, বদরুন্নাহার ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনের সাথে ঘনিষ্টভাবে জড়িত ছিলেন। তিনি ইসলামী ছাত্রীসংস্থার জন্মলগ্ন থেকে এই সংগঠনের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি স্কুল-কলেজের ছাত্রীদের কুরআন-হাদীস ও নৈতিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে অনেক অবদান রেখে গিয়েছেন। তার ইন্তিকালে আমি গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার সকল খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।