১২ জুন ২০২০, শুক্রবার, ৬:১৯

সারমিজ জাহানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন শাখা জামায়াতের সভাপতি জনাব মীর মোশাররফ হোসেনের ছোট ভাই আমতলা নিবাসী সুলতান মাহমুদের স্ত্রী সারমিজ জাহান মোটরসাইকেল দুর্ঘটনায় কবলিত হয়ে ১১ জুন বিকাল ৫টায় ৪২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তার স্বামী সুলতান মাহমুদ ও তার পুত্র সাইফুল্লাহ গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ১১ জুন রাত ৯টায় পিতার বাড়িতে প্রথম সালাতে জানাযা এবং ১১ জুন রাত ১১টায় স্বামীর বাড়ি আমতলাতে দ্বিতীয় সালাতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

সারমিজ জাহানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ১২ জুন ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি সারমিজ জাহানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

সারমিজ জাহানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর এবং সেক্রেটারি যথাক্রমে জনাব মোঃ আনোয়ারুল ইসলাম ও ডক্টর এনামুল হক, নবাবগঞ্জ উত্তর সাংগঠনিক উপজেলার আমীর ও সেক্রেটারি যথাক্রমে প্রভাষক আবদুল মান্নান ও প্রভাষক রেজাউল ইসলাম এক যুক্ত শোকবাণী দিয়েছেন।

শোকবাণীতে তারা বলেন, সারমিজ জাহান (রাহিমাহাল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন। শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।