৪ এপ্রিল ২০২০, শনিবার, ৮:১৮

আনোয়ারুল মাহবুব ফেরদৌসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী শাখার আমীর এডভোকেট এহসানুল মাহবুব যুবায়েরের বড় ভাই জনাব আনোয়ারুল মাহবুব ফেরদৌস ৬১ বছর বয়সে ৪ এপ্রিল দুপুর ১২টায় মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও যক্ষা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৪ এপ্রিল রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার পৌরসভা ঈদগাহ ময়দানে সালাতে জানাযা শেষে তাকে শাহ্ মোস্তফা কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব আনোয়ারুল মাহবুব ফেরদৌসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৪ এপ্রিল ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি জনাব আনোয়ারুল মাহবুব ফেরদৌসের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

কেন্দ্রীয় ও স্থানীয় অন্যান্য জামায়াত নেতৃবৃন্দের শোকবাণী

জনাব আনোয়ারুল মাহবুব ফেরদৌসের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যক্ষ আবদুল হান্নান, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ আবদুল হাই হারুন ও জনাব মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ, সিলেট মহানগরীর সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা উত্তরের সেক্রেটারি জনাব জয়নাল আবেদীন ও সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারী মো: নজরুল ইসলাম এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, জনাব আনোয়ারুল মাহবুব ফেরদৌসের ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করুন এবং তার পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দান করুন। আমীন।