২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ৬:৪০

আলহাজ্জ মাহবুব হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর জনাব আনোয়ারুল ইসলামের মামা বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের ভগবতীপুর গ্রাম নিবাসী দাউদপুর দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আলহাজ্জ মাহবুব হোসেন ৮০ বছর বয়সে ১ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টায় বার্ধক্যজনিত কারণে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় নিজ গ্রামের বাড়িতে সালাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

আলহাজ্জ মাহবুব হোসেনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ২ ফেব্রুয়ারি ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আলহাজ্জ মাহবুব হোসেন (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাখাতাগুলোকে মাফ করে নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে দিনাজপুর উত্তর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যক্ষ আনিসুর রহমান ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি ড. এনামুল হক এবং বিরামপুর উপজেলা শাখা জামায়াতের আমীর অধ্যাপক মোকছেদ আলী ও সেক্রেটারি জনাব আবুল বাসার গভীর শোক প্রকাশ করে বলেন, মহান আল্লাহ তায়ালা আলহাজ্জ মাহবুব হোসেনের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।