২৯ জানুয়ারি ২০২০, বুধবার, ৭:৫৭

আফরোজা বুলবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর মহানগরীর নব-নিযুক্ত মহিলা বিভাগীয় সেক্রেটারী, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যা আফরোজা বুলবুল ৬২ বছর বয়সে ২৯ জানুয়ারী দুপুর ১ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আগামীকাল ৩০ জানুয়ারী সকাল ৯টায় গাজীপুর শহরের প্রাণকেন্দ্র কাজী আজিমউদ্দিন কলেজ মাঠে নামাজে জানাযা শেষে তাকে গাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।

শোকবাণী

আফরোজা বুলবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আজ ২৯ জানুয়ারী ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, আফরোজা বুলবুল (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক শোকবাণীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ও অধ্যাপক মোঃ তাসনীম আলম আফরোজা বুলবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

গাজীপুর মহানগরী নেতৃবৃন্দের শোকবাণী

আফরোজা বুলবুলের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে গাজীপুর মহানগরী শাখা জামায়াতের আমীর অধ্যক্ষ এস.এম সানাউল্লাহ, জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম, মহানগর নায়েবে আমীর অধ্যাপক জামালউদ্দিন ও সেক্রেটারী খায়রুল হাসান আজ ২৯ জানুয়ারী এক যুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা আফরোজা বুলবুলের জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।