২০ অক্টোবর ২০১৯, রবিবার, ২:০৮

হাফেজ আব্দুল হাই-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন), নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা নিবাসী এবং ব্রহ্মপুর হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল হাই ৬১ বছর বয়সে কিডনি রোগে আক্রান্ত হয়ে গতকাল ১৯ অক্টোবর সন্ধ্যা ৭:৩০ টায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ২০ অক্টোবর বাদ যোহর বাঙ্গাল খলসি মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে কবর স্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী


হাফেজ আব্দুল হাই-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২০ অক্টোবর ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “হাফেজ আব্দুল হাই (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রদত্ত শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”

জেলা নেতৃবৃন্দের শোকবাণী

হাফেজ আব্দুল হাইয়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ডঃ মীর নুরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান এবং নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মোঃ আব্দুর রব আজ ২০অক্টোবর একযুক্ত শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তারা বলেন, হাফেজ আব্দুল হাই একটি হাফেজিয়া মাদ্রাসায় দীর্ঘদিন মুহতামিম ছিলেন। তিনি আজীবন অগনিত মানুষকে কোরআনের হাফেজ বানিয়েছেন। মহান আল্লাহ যেন মরহুমের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন এবং শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান আল্লাহ তাদের এ শোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।