২৭ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ৮:১২

মাওলানা ওয়াহিদুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) নড়াইল সদর উপজেলার সাবেক আমীর, নড়াইল জেলা শাখা জামায়াতের মজলিসে শূরার সদস্য, হোগলাডাঙ্গা বাজার জামে মসজিদের সম্মানিত খতিব এবং নড়াইল আলকুবা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা ওয়াহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৬ আগস্ট রাত ১১টায় নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ১ পুত্র ও ৭ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৭ আগস্ট বেলা আড়াইটায় তার নিজ বাড়িতে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়।

শোকবাণী

মাওলানা ওয়াহিদুজ্জামানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৭ আগস্ট ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীত তিনি বলেন, মাওলানা ওয়াহিদুজ্জামান ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনে শামিল থেকে দ্বীন কায়েমের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি দ্বীনের একজন অকুতোভয় সৈনিক ছিলেন। তিনি বিনা দোষে দীর্ঘ ২৬ মাস কারাভোগ করেন।

শোকবাণীত তিনি আরও বলেন, মাওলানা ওয়াহিদুজ্জামান (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।