২৪ আগস্ট ২০১৯, শনিবার, ৭:২৩

জনাব নূরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) ও কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য জনাব নূরুল ইসলাম ৭৩ বছর বয়সে আজ ২৪ আগস্ট দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি দীর্ঘ দিন যাবত কিডনি ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ২৪ আগস্ট বিকাল ৫টায় ঢাকা মহানগরীর ইস্কাটন জামে মসজিদে অনুষ্ঠিত তার প্রথম নামাজে জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এবং কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পাকুন্দা গ্রামের বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব নূরুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৪ আগস্ট ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জনাব নূরুল ইসলাম ছাত্র জীবন থেকেই ইসলামী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করে গিয়েছেন এবং ইসলামের প্রচার ও প্রসারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

শোকবাণীতে তিনি আরও বলেন, জনাব নূরুল ইসলাম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।