আজ ৬ অক্টোবর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুলনা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, তার দুই পুত্র এবং খুলনা সদর উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ ওয়ালি উল্লাহসহ ২ জন কর্মী এবং যশোর জেলায় জামায়াতের ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
সরকার পরিকল্পিতভাবে সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এভাবে সরকার নিজেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। অথচ সে দিকে সরকারের কোন নজর নেই। সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে নিজের গদি রক্ষার ষড়যন্ত্রে ব্যস্ত রয়েছে।
গত ৫ অক্টোবর রাজধানীর মধ্য বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মাদ খিজির এবং পাবনা জেলার ঈশ্বরদীতে একজন পুলিশ কর্মকর্তা দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন ও পাবনা জেলার ঈশ্বরদীতে একজন খ্রীস্টান ধর্মযাজককে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে। এসব ঘটনা থেকেই বুঝা যাচ্ছে যে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি ঘটেছে। সরকারী দলের সন্ত্রাসীরাই দেশের বিভিন্ন স্থানে খুন-খারাবি করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে।
অত্যাচার-নির্যাতন বন্ধ করে খুলনা উত্তর সাংগঠনিক জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন ও তার দুই পুত্রকে এবং খুলনা সদর উপজেলা জামায়াতের আমীর জনাব মোঃ ওয়ালি উল্লাহসহ সারাদেশে জামায়াতে ইসলামীর গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”