আজ ৩১ অক্টোবর রাজধানী ঢাকা শহরের শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর প্রকাশক জনাব ফয়সাল আরেফিন দিপনকে দুর্বৃত্তদের গলাকেটে হত্যা এবং আজ ৩১ অক্টোবর দুপুরে লালমাটিয়ায় শুদ্ধ¯^র প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ ৩জন লেখক-ব্লগারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার চেষ্টা করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ৩১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দেশে আজ কারো জানমালের কোন নিরাপত্তা নেই। দেশবাসী আজ উদ্বেগ ও আতংকের মধ্যে বসবাস করছে।
বর্তমান সরকার দেশকে এক অস্থিতিশীল অবস্থার মধ্যে ঠেলে দিয়েছে। সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা বিধানের পরিবর্তে দেশের মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়ে অন্যায়ভাবে শক্তির জোড়ে ক্ষমতায় থাকার অপচেষ্টা চালাচ্ছে। দেশে কোন অঘটন ঘটলে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীব্যক্তিদের আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা সরকারের দায়িত্ব। সরকার যদি এ দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে দেশে হত্যা ও সন্ত্রাসের কোন ঘটনাই ঘটতনা। কিন্তু সরকার দুর্বৃত্তদের গ্রেফতার করে বিচারের পরিবর্তে তাদেরকে লালপালন করে রাজনৈতিক ¯^ার্থে ব্যবহার করার কারণেই দুর্বৃত্তরা একের পর এক অঘটন ঘটিয়েই যাচ্ছে।
ইতোপূর্বে সংঘটিত সকল হত্যাকান্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানিয়েছি। কিন্তু সরকার আজ পর্যন্ত কোন হত্যাকাণ্ডেরই সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং বিচার করেনি। বরং রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ী করে মিথ্যা বক্তব্য দিয়ে পানি ঘোলা করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছে। যার ফলে প্রকৃত অপরাধিরা আড়ালেই থেকে গিয়েছে।
জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দিপনকে হত্যাকারী দুর্বৃত্তদের এবং শুদ্ধ¯^র প্রকাশনীর কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশিদ টুটুলসহ ৩ জন লেখক-ব্লগারকে কুপিয়ে আহতকারী দুর্বৃত্তদের অবিলম্বে খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”