নোয়াখালী জেলায় ইসলামী ছাত্রশিবিরের পবিত্র কুরআনের দারসের মাহফিলে যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদলের দুষ্কৃতিকারীদের হামলায় অর্ধশতাধিক শ্রোতা আহত এবং বেশ কিছু মটরসাইকেল ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের আজ ২০ অক্টোবর এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “গত ১৯ অক্টোবর নোয়াখালী জেলার সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজার জামে মসজিদে ইসলামী ছাত্রশিবির আয়োজিত পবিত্র কুরআনের দারস মাহফিলে যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের একদল দুষ্কৃতিকারী এ হামলা চালায়। এতে অর্ধশতাধিক মানুষ আহত হয় এবং বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ইসলামবিরোধী চরিত্র স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
তিনি আরও বলেন, পবিত্র কুরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কুরআনের শিক্ষা মানুষকে নীতি, নৈতিকতা ও মানবতার আলোকে পরিচালিত করে। ধর্ম মানুষকে সত্য, সুন্দর ও শান্তির পথ দেখায়। তাই পবিত্র কুরআনের জ্ঞান অর্জন করা প্রতিটি মসলমানের মৌলিক দায়িত্ব। এমন একটি মহান ধর্মীয় শিক্ষার আসরে হামলা ইসলাম ও মানবতার ওপর সরাসরি আঘাত।
তিনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের শান্তিপূর্ণ পবিত্র কুরআনের দারস মাহফিলে এ হামলার ঘটনা গভীরভাবে উদ্বেগজনক। আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি-অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় অনুষ্ঠান বা কুরআন শিক্ষার প্রচেষ্টা বাধাগ্রস্ত করার দুঃসাহস না দেখায়।”