আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহবুব-উল-আলম হানিফ গত ৩১ অক্টোবর কুষ্টিয়ায় আওয়ামী লীগের এক সমাবেশে জাগৃতি প্রকাশনী ও শুদ্ধ¯^র প্রকাশনীতে এবং ব্লগারদের ওপর হামলার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জামায়াত-শিবির ও বিএনপির খণ্ডিত অংশকে দায়ী করে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন তীর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ ১ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব মাহবুব-উল-আলম হানিফের বক্তব্য ভিত্তিহীন মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ঐ সব ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই।
কোন অঘটন ঘটলেই সে ব্যাপারে জামায়াত ও ছাত্রশিবিরকে দায়ী করে মিথ্যা বক্তব্য প্রদান করে তারা দেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। তাদের মিথ্যাচার হিটলারের তথ্যসচিব গোয়েবলসকেও হার মানায়। বারবার মিথ্যা বক্তব্য দেয়ার কারণে দেশবাসী এখন আর তাদের কথা বিশ্বাস করে না।
জাগৃতি প্রকাশনীর মালিক জনাব ফয়সাল আরেফী দীপনের হত্যা এবং শুদ্ধ¯^র প্রকাশনীর মালিক আহমেদুর রশিদ টুটুল ও অন্য দুইজন ব্লগার লেখকের ওপর হামলাসহ এ যাবত সংঘটিত সকল হত্যাকাণ্ডেরই সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি। সেই সাথে জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে মনগড়া মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি জনাব মাহবুব-উল-আলম হানিফের প্রতি আহŸান জানাচ্ছি।”