১ নভেম্বর ২০১৫, রবিবার, ১১:৩৯

জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে ইসলামী আন্দোলন দমন করা যবে না

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল আওয়ালকে গত ৩০ অক্টোবর এবং ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলার দোহার উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মফিজুর রহমান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভা জামায়াতের আমীর জনাব আফতাব উদ্দিন আহমাদ ও নেত্রকোণা জেলায় জামায়াতের ৫ জন নেতা-কর্মীকে গত ৩১ অক্টোবর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ ১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানির করার হীন উদ্দেশ্যেই সরকার জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে।
ইসলামী আন্দোলন করার কারণেই সরকার জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের জেলে বন্দী করে রেখে কষ্ট দিচ্ছে। নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে ইসলামী আন্দোলন কখনো দমন করা যায় না। বিনা দোষে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ¯ৈ^রাচারী মানসিকতাই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হচ্ছে। জনগণের ওপর ¯ৈ^রশাসন চাপিয়ে দিয়ে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। কাজেই ¯ৈ^রশাসন বন্ধ করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য আমি সরকারের প্রতি আহŸান জানাচ্ছি।
গ্রেফতার ও জুলুম নির্যাতন বন্ধ করে মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল আওয়ালসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”