দৈনিক সমকাল পত্রিকার ১ম পৃষ্ঠায় “নেপথ্যে জামায়াত” শিরোনামে এবং দৈনিক যুগান্তর পত্রিকার ১ম পৃষ্ঠায় “আনসার উল্লাহ সামনে পেছনে জামায়াত” শিরোনামে আজ ২রা নভেম্বর প্রকাশিত রিপোর্টে জামায়াত ও ছাত্রশিবির সম্পর্কে যে ভিত্তিহীন মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টে জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে সর্বৈব মিথ্যা প্রচারণা চালানো হয়েছে।
দৈনিক সমকাল পত্রিকার তদন্তসূত্রের বরাত দিয়ে ‘প্রায় সব গ্রæপের নেপথ্যে জামায়াত-শিবির সামনে উগ্রপন্থীরা। ফয়সাল হত্যার নেপথ্যেও তারা।’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। কোন উগ্রপন্থী সংগঠনের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই কোন উগ্রপন্থী গ্রæপের নেপথ্যে এবং ফয়সাল হত্যার নেপথ্যে জামায়াত ও ছাত্রশিবিরের জড়িত থাকার প্রশ্নই আসে না।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই দৈনিক সমকালের রিপোর্টে জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। এভাবে মিথ্যা তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টে তদন্ত সংশ্লিষ্টদের বরাত দিয়ে ‘সামনে আনসার উল্লাহ থাকলেও পেছনে রয়েছে জামায়াতÑশিবির। জঙ্গীদের সঙ্গে মিলিতভাবে জামায়াত-শিবির কর্মীরাও বিভিন্নস্থানে অপারেশন চালাচ্ছে।” মর্মে যে সব কথা লেখা হয়েছে তার মধ্যে সত্যের লেশমাত্রও নেই। আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, কোন হত্যাকান্ডের সাথে এবং আনসার উল্লাহ বাংলা টীমের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। কাজেই আনসার উল্লাহর সামনে পেছনে জামায়াত থাকার প্রশ্নই আসেনা। জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে যুগান্তরের রিপোর্টে যা কিছু লেখা হয়েছে তা সংশ্লিষ্ট রিপোর্টারের অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়।
সাংবাদিকতা একটি মহান পেশা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকগণের কাজ। কিন্তু আমরা দীর্ঘদিন থেকে লক্ষ্য করছিল যে, দৈনিক সমকাল ও যুগান্তরসহ কতিপয় সংবাদপত্র জামায়াত এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা সংবাদ পরিবেশ করাকেই তাদের নেশা ও পেশায় পরিণত করেছে। এ ধরনের হলুদ সাংবাদিকতা কারো কাম্য হওয়া উচিত নয়। জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার বন্ধ করে সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের খেদমত করার জন্য আমি দৈনিক সমকাল ও যুগান্তরসহ সংশ্লিষ্ট সংবাদপত্র কর্তৃপক্ষের প্রতি আমি আহŸান জানাচ্ছি।”