মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২ নভেম্বর ’১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“তাদের বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১লা নভেম্বর গণভবনে ‘আন্দোলনের নামে পেট্রোল বোমা হামলা চালিয়ে জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি-জামায়াত এখন দেশে গুপ্ত হত্যা শুরু করেছে।’ মর্মে যে অসত্য মন্তব্য করেছেন তার কোন ভিত্তি নেই। দেশবাসী সকলেই জানেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর দলের সন্ত্রাসীরাই পেট্রোল বোমা হামলা চালিয়ে মানুষ হত্যা করেছে এবং সারা দেশে গুপ্ত হত্যা করছে। এ জন্য জনগণ তার দলকেই প্রত্যাখ্যান করেছে। জনসমর্থন হারিয়ে সরকার দেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে। পেট্রোল বোমা হামলা ও গুপ্ত হত্যার সাথে জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। সরকার জনগণের জানমালের নিরাপত্তা বিধানে ব্যর্থ হয়ে এখন জামায়াতের বিরুদ্ধে আবোল-তাবোল বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
স্বরাষ্ট্ররাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল গত ১লা নভেম্বর সচিবালয় সাংবাদিকদের কাছে এক প্রকাশক হত্যা ও তিনজনকে আহতকারীদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে “যারাই এটা করুক না কেন তারা জামায়াতÑশিবিরের লোক” মর্মে যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। আমি স্পষ্টভাষায় জানাতে চাই যে, স্বরাষ্ট্ররাষ্ট্র মন্ত্রী জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে যে ঢালাও মন্তব্য করেছেন তা সম্পূর্ণ তার মনগড়া। নিজের ব্যর্থতা ঢাকা দেয়ার হীন উদ্দেশ্যেই তিনি জামায়াত ও ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য প্রদান করা থেকে বিরত থেকে দেশের আইন-শৃক্সখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়িত্ব তাঁর কাঁধে নেওয়া উচিত এবং এর দায়-দায়িত্ব তিনি কোন ভাবেই এড়াতে পারেন না।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে বিভ্রান্তিকর অসত্য বক্তব্য প্রধান করা থেকে বিরত থাকার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের প্রতি আহŸান জানাচ্ছি।”