আজ ৪ নভেম্বর সকালে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে তল্লাশী চালানোর সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মুকুল হোসেন নিহত ও নূরে আলম গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৪ নভেম্বর ’১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া পুলিশ চেকপোস্টে তল্লাশী চালানোর সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল মুকুল হোসেন নিহত ও নূরে আলম গুরুতরভাবে আহত হওয়ার ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
দেশে আজ মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের মানুষের নিরাপত্তা ও শান্তি ফিরিয়ে আনার জন্য সর্ব প্রকার দুর্বৃত্তপনার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সকল রাজনৈতিক দল, দেশের আলেম-ওলামা, সুশীল সমাজ, সাংবাদিক, পেশাজীবীসহ সকল মহলকে সচেতন করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার কোন বিকল্প নেই। আমরা আশা করি সরকার দোষারোপের রাজনীতি বন্ধ করে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন। সকলকে ঐক্যবদ্ধ করে সকল দুর্বৃত্ত ও দুর্বৃত্তায়ণের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, দেশের জনগণ নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছে। মানুষের মনে শান্তি নেই। রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, শিল্পপতি, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা, আলেম-ওলামা সকলেই দেশের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন ও চিন্তিত। দেশের জনগণ এ অবস্থা থেকে মুক্তি চায়। আমি আশা করি সরকার দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের জনগণের মধ্যে শান্তি, ¯^স্তি ও সামাজিক নিরাপত্তা গড়ে তোলার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
সকল প্রকার দলীয় সংকীর্ণতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পুলিশ নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দুর্বৃত্তদের কঠোর শাস্তির বিধান করতে হবে।
আমি নিহত পুলিশ কনস্টেবল মুকুল হোসেনের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবারÑপরিজন ও আহত পুলিশ সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে আহত পুলিশ কনস্টেবলের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।