বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ৪ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার জামিনের আবেদন নামঞ্জুর করে অমানবিকভাবে ৬ষ্ঠ বারের মত জেলে পাঠানো হয়েছে।
তার পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে যে, তিনি করোটিড আর্টারীর জটিল ব্লক, ডায়াবেটিস ও হৃদরোগে দীর্ঘদিন যাবত ভুগছেন। এছাড়া সাম্প্রতিককালে তার শরীরের ওজন উদ্বেগজনকভাবে কমে যাওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
অতএব, তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে মানবিক কারণে এবং তার বেঁচে থাকার অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে অবিলম্বে তাকে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”