নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনকে ৩ নভেম্বর রাতে এবং নারায়ণগঞ্জ মহানগরীর আইনজীবি সাংগঠনিক থানার সেক্রেটারী এডভোকেট মইন উদ্দিন ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা নিবাসী জামায়াতের রুকন মাওলানা ওহিদুজ্জামানকে আজ ৪ নভেম্বর দুপুরে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজ ৪ঠা নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “সরকার জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের রাজনৈতিক কারণে অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানী করছে।
জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে সরকার একদলীয় ¯ৈ^রশাসন কায়েমের নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র করছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্যায়ভাবে ক্ষমতায় থাকার জন্য দেশের জনগণের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে।
গণবিচ্ছিন্ন কোন সরকার জনগণের উপর দু:শাসন চালিয়ে বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। বর্তমান সরকার রাজনৈতিক দলের নেতাÑকর্মীদের গ্রেফতার করে ও জনগণের উপর জুলুম-নির্যাতন চালিয়ে বেশীদিন ক্ষমতায় টিকে থাকতে পারবেনা। সরকারের একদলীয় ¯ৈ^রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিনসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”