বগুড়া পশ্চিম জেলা জামায়াতের আমীর এবং কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা তায়েব আলীকে আজ বেলা সাড়ে ১১ টায় পুলিশের অন্যায়ভাবে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ৫ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বর্তমান সরকার জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের সেবা থেকে জনগণকে বঞ্চিত করছে।
অধ্যক্ষ মাওলানা তায়েব আলী একজন সর্বজন শ্রদ্ধেয়, বিশিষ্ট আলেমে দ্বীন ও জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তায় ঈর্র্ষাšি^ত হয়েই স্থানীয় প্রশাসন সরকারের নির্দেশে তাকে গ্রেফতার করে কারাগরে বন্দী করে কষ্ট দিচ্ছে। ইসলামী আন্দোলন করার কারণেই তিনি সরকারের কোপাণলে পড়েছেন। তাকে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকার জামায়াতকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে অধ্যক্ষ মাওলানা তায়েব আলীকে গ্রেফতার করা হয়েছে।
অবিলম্বে অধ্যক্ষ মাওলানা তায়েব আলীসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের নিঃশর্তভাবে মুক্তির দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”