গত ৫ নভেম্বর রাতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সরোয়ার হোসাইন, নগরকান্দা উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহরাব হোসাইনসহ ১৫ জন কর্মীকে, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা জামায়াতের আমীর ডাঃ আবদুল আলীমকে, রাজবাড়ী থেকে জামায়াতের রুকন মোঃ মুন্নাকে ও ঝিনাইদহ জেলায় ছাত্রশিবিরের ৮ জন কর্মীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৬ নভেম্বর ’১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ইসলামী আন্দোলন করার কারনেই সরকার অন্যায়ভাবে তাদের গ্রেফতার করে কষ্ট দিচ্ছে।
সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার নীল-নকশা বাস্তবায়নের উদ্দেশ্যেই মাঠ পর্যায় থেকে জামায়াতের নির্দোষ নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করছে। নেতা-কর্মীদের বিনাদোষে অন্যায়ভাবে গ্রেফতার করে জামায়াতের আন্দোলন বন্ধ করা যাবে না। সরকার অবৈধভাবে ক্ষমতায় আকড়ে থাকার উদ্দেশ্যেই জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলখানায় বন্দী রাখছে। সরকারের দু:শাসনে গোটা জাতি অতিষ্ঠ। সরকারের কুশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
ভাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা সরোয়ার হোসাইনসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”