৯ নভেম্বর ২০১৫, সোমবার, ১১:৩০

সারা দেশে জামায়াত এবং শিবিরের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ব্যাপকভাবে গ্রেফতারের তীব্র নিন্দা

আজ ৯ নভেম্বর-১৫ আইনÑশৃংখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে দিনাজপুর জেলার বিরোল উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আবদুর রশীদ, মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আবদুল হক বিশ্বাস, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এবং জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জনাব আলমগীর হুসাইন ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা তৈয়ব আলীসহ সারা দেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে ব্যাপকভাবে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০৯ নভেম্বর’১৫ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দিয়ে সারা দেশে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াত ও ছাত্রশিবিরসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অন্যায়ভাবে ব্যাপক গ্রেফতার করে দেশে এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
সরকারের দায়িত্ব হলো দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধান করে জনগণের কল্যাণ সাধন করা। কিন্তু বর্তমান সরকার ¯ৈ^শাসন পাকাপোক্ত করার জন্য বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণকে গ্রেফতার করে দেশে অশান্তি সৃষ্টি করছে। আজ দেশের কোথাও শান্তি নেই। সরকার প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে বিরোধী দলের শত শত নেতা-কর্মীকে গ্রেফতার করে জেলে বন্দী করে রাখছে। ব্যাপক গ্রেফতার অভিযান চালিয়ে সরকার নিজেই দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। সরকার দেশকে রাজনীতি শূন্য করার উদ্দেশ্যেই বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে।
গ্রেফতার অভিযান বন্ধ করে বিরোল উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আবদুর রশীদ ও মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলা জামায়াতের সেক্রেটারী জনাব আবদুল হক বিশ্বাসসহ সারা দেশে গ্রেফতারকৃত জামায়াত এবং ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”