আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আমীর জনাব মেজবাহুল হক এবং রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা জামায়াতের সহকারী সেক্রেটারী জনাব আবদুল হান্নানসহ সাতক্ষীরা, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, গাজীপুর, যশোর, নড়াইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন,“সারা দেশে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার অভিযানের ফলে জনগণের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও আতংক বিরাজ করছে।
সরকারের পক্ষপাতিত্বমূলক একপেশে নীতির কারণে দেশের আইন-শৃক্সখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশে এক উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে। দেশের ভবিষ্যত নিয়ে বিবেকবান ও চিন্তাশীল মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। সরকার দুর্বৃত্তদের দমনের পরিবর্তে রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন-নিপীড়ন চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরসহ বিরোধীদলের নেতা-কর্মীরা বাড়ীতে থাকতে পারছে না। আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী বিরোধীদলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। গোটা দেশে অশান্তি বিরাজ করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
গ্রেফতার ও অত্যাচার-নির্যাতন বন্ধ করে রাজশাহী জেলার গোদাগাড়ী পৌরসভা জামায়াতের আমীর জনাব মেজবাহুল হকসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”