দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “চার পাকিস্তানী জঙ্গী প্রশিক্ষককে এনেছে জামায়াত-শিবির” শিরোনামে আজ ১০ নভেম্বর প্রকাশিত একটি রিপোর্টে “জঙ্গীদের প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে পাকিস্তানের চার জঙ্গী প্রশিক্ষককে বাংলাদেশে এনেছে জামায়াত-শিবির” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১০ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠের রিপোর্টে এ বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে।
দৈনিক জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত রিপোর্টের এ তথ্য সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রানীতিতে বিশ্বাস করে। জঙ্গীবাদী রাজনীতিকে ঘৃণা করে। তাই জঙ্গীদের প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের পাকিস্তানের চার জঙ্গী প্রশিক্ষককে বাংলাদেশে আনার প্রশ্নই আসে না। এ তথ্য দৈনিক জনকণ্ঠের সংশ্লিষ্ট রিপোর্টারের মনগড়া। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে বানোয়াট তথ্য পরিবেশন করা থেকে বিরত থেকে অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”