গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল ওয়ারেসসহ গত ২৪ ঘণ্টায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাইবান্ধা, খুলনা, জয়পুরহাট, সাতক্ষীরা, বাগেরহাট, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম এবং দিনাজপুরে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রায় শতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার অভিযান চালিয়ে দেশে এক অস্বস্থিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি ও ভাংচুর করছে এবং যাকে পাচ্ছে তাকেই গ্রেফতার করছে। ফলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে গ্রেফতার করে স্বৈরশাসন কায়েমের ষড়যন্ত্র করছে। সরকারের গ্রেফতার অভিযান থেকে ধর্মপ্রাণ মহিলারাও রেহাই পাচ্ছে না। আজ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে মাসুমা খাতুন নামের একজন ধর্মপ্রাণ নির্দোষ মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। সরকারের এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জুলুম-অত্যাচার বন্ধ করে গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুল ওয়ারেস ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা নিবাসী ধর্মপ্রাণ মহিলা মাসুমা খাতুনসহ সারা দেশে জামায়াত এবং ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।