আজ ১৮ নভেম্বর দিনাজপুর জেলার মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে ইতালীয় নাগরিক ডাঃ পিয়েরো পারোলারি দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৮ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ইতালীয় নাগরিক ডাঃ পিয়েরো পারোলারি দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই ঘটনা থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে যে, দেশের আইন-শৃংখলা পরিস্থিতির কী মারাত্মক অবনতি ঘটেছে।
দেশে আজ কারো জানমালের কোন নিরাপত্তা নেই। দেশের মানুষ নিরাপত্তাহীন অবস্থায় উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে বসবাস করছে। সেদিকে সরকারের কোন ভ্রুক্ষেপ নেই। সরকার দেশকে নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রেখে জনগণের উপর স্বৈরশাসন চালাচ্ছে। দেশের এই অবস্থায় সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। সকল দলের সমন্বয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে দুর্বৃত্তদের কঠোরভাবে দমন করার মাধ্যমে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা প্রয়োজন।
আমরা উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, সরকার জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পরিবর্তে নানাভাবে জাতিকে বিভক্ত করে বিরোধীদলের নেতা-কর্মীদের ব্যাপকভাবে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। এ ঘটনাকে রাজনীতিকরণ না করে দলীয় সংকীর্ণতার উর্দ্ধে উঠে সন্ত্রাসী দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকারের শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত।
ইতিপূর্বেও আমরা বলেছি যে, বিদেশী নাগরিক হত্যার ঘটনাসহ সকল হত্যাকা-ের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দুর্বৃত্তদের কঠোর শাস্তি প্রদান করা হোক। কিন্তু সরকার সুষ্ঠু তদন্তের কোন পদক্ষেপ গ্রহণ করেছে কিনা তা জাতি জানে না। পূর্বে সংঘটিত ঘটনাগুলোর বিচার না হওয়ার কারণেই বারবার এ ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটছে।
দোষারোপের রাজনীতি বন্ধ করে ইতালীয় নাগরিক ডাঃ পিয়েরো পারোলারিকে গুলিবিদ্ধ করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সন্ত্রাসী দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ইতালীয় নাগরিক ডাঃ পিয়েরো পারোলারির আশু আরোগ্য কামনা করছি। ”