বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে পরিকল্পিতভাবে হত্যা করার সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে আজ ১৯ নভেম্বর সারা দেশে শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালন করায় দেশবাসীকে মুবারকবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দেশের জনগণ জামায়াতের আহবানে সাড়া দিয়ে শান্তিপূর্ণভাবে দেশব্যাপী সর্বাত্মক হরতাল করে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করার সরকারের ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করে সরকারকে জানিয়ে দিয়েছে যে, তারা জনাব মুজাহিদের মুক্তি চায়।
দেশের জনগণ সরকারের বাধা, প্রতিবন্ধকতা, গণগ্রেফতার অভিযান ও ভয়ভীতি উপেক্ষা করে সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণ হরতাল পালন করেছে। শান্তিপূর্ণ হরতাল আহ্বান ও পালন করা দেশের জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার। এ অধিকারে বাধা দেয়ার কোন এখতিয়ার সরকারের নেই। কিন্তু সরকার জামায়াতের শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়ে এবং নেতা-কর্মীদের গ্রেফতার করে দেশের আইন ও সংবিধান লংঘন করেছে।
গত ১৮ নভেম্বর রাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক এবং খুলনা মহানগরী জামাায়াতের আমীর জনাব আবুল কালাম আযাদের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করেছে ও ঘরের মালামাল জব্দ করেছে। আজ ১৯ নভেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাটোর জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী শাহনাজ শেলীকে, কুমিল্লা জেলার ময়নামতি উপজেলা জামায়াতের আমীর মোঃ মনসুরকে ও কুষ্টিয়া জেলা থেকে জামায়াতের ৭ জন মহিলা কর্মীসহ দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াতের অর্ধশতাধিক নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। আমি সরকারের এ ধরনের সন্ত্রাসী তান্ডব এবং গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গ্রেফতার অভিযান চালিয়ে নেতা-কর্মীদের গ্রেফতার করে ও শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়ে অতীতে কোন স্বৈরাচারী সরকার যেমন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান স্বৈরাচারী সরকারও টিকে থাকতে পারবে না।
অতীতের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে জুলুম-নির্যাতন ও স্বৈরাচারী নীতি পরিহার করে সরকারের গণতন্ত্রের পথে ফিরে আসা উচিত।
ফ্যাসিবাদী তান্ডব পরিহার করে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ সারাদেশে জামায়াতের
গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”