বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে দুর্বৃত্তদের হামলায় মসজিদের মুয়াজ্জিন জনাব মোয়াজ্জেম হোসেন নিহত ও ইমামসহ তিনজন আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ২৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বগুড়ার শিবগঞ্জ জেলার হরিপুরে শিয়া সম্প্রদায়ের মসজিদে দুর্বৃত্তদের হামলার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে আইনÑশৃক্সখলা পরিস্থিতির কি সাংঘাতিক অবনতি ঘটেছে।
বর্তমানে দেশের মানুষের জানমালের কোন নিরাপত্তা নেই। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। সন্ত্রাসী দুর্বৃত্তরা একটার পর একটা সন্ত্রাসী হামলা করেই যাচ্ছে। সরকার সন্ত্রাস মোকাবেলায় বার বার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সন্ত্রাসী তান্ডব মোকাবেলা করার জন্য আজ বড় প্রয়োজন জাতীয় ঐক্যের। কিন্তু সরকার সেদিকে না গিয়ে জাতিকে বিভক্ত করে রেখেছে। জনগণের নির্বাচিত সরকারের পক্ষেই এ ধরনের অরাজকতা মোকাবেলা করা সম্ভব। অনির্বাচিত সরকারের পক্ষে এ পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুরে শিয়া মসজিদে দুর্বৃত্তদের হামলায় মসজিদের মুয়াজ্জিন নিহত এবং ইমামসহ ৩জন আহত হওয়ার নৃশংস ঘটনার রাজনীতি করণ না করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঐ ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।
আমি নিহত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”