২৭ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১০:৪৬

ডিএমপির (ডিবি) যুগ্ম-কমিশনারের ভিত্তিহীন মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা

ঢাকা মেট্রো পলিটন পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার জনাব মনিরুল ইসলাম গত ২৬ নভেম্বর ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ ডিএমপির (ডিবি) যুগ্ম-কমিশনার জনাব মনিরুল ইসলাম জামায়াত ও ছাত্রশিবিরকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সর্বৈব মিথ্যা।
আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, পুলিশের হাতে গ্রেফতারকৃত কামরাঙ্গীর চরের আবদুল আজিজ মিয়ার সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। কামরাঙ্গীর চরের আবদুল আজিজ মিয়ার ২ পুত্র ফজলে রাব্বী ও রাকীব হাসান এবং বগুড়া জেলার আদম দীঘি উপজেলার মাসুদ রানার সাথে ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। জামায়াত ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই ডিএমপির (ডিবি) যুগ্ম-কমিশনার জনাব মনিরুল ইসলাম তাদের সাথে জামায়াত ও ছাত্রশিবিরের সম্পর্ক থাকার কথা প্রচার করছেন। এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালিয়ে তিনি অনৈতিক কাজ করেছেন।
এ ধরনের ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি ডিএমপির (ডিবি) যুগ্ম-কমিশনার জনাব মনিরুল ইসলামের প্রতি আহŸান জানাচ্ছি।”