১ ডিসেম্বর ২০১৫, মঙ্গলবার, ১০:৪৩

রংপুরে ইসলামী ছাত্রশিবিরের নিরপরাধ ৭ জন নেতা-কর্মীকে শাস্তির তীব্র নিন্দা এবং প্রতিবাদ

সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট অভিযোগের নাটক সাজিয়ে রংপুরে ইসলামী ছাত্রশিবিরের নিরপরাধ ৭ জন নেতা-কর্মীকে সরকার যে শাস্তি দিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০১ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মিথ্যা মামলায় চরম সাজা দিয়ে সরকার ইসলামী ছাত্রশিবিরের ৭ জন নেতা-কর্মীর ওপর সীমাহীন অবিচার করেছে।

এ সমস্ত নিয়মিত ছাত্ররা তাদের থাকার ছাত্রাবাসে কোন ধরনের বিস্ফোরক দ্রব্য নিয়ে বসবাস করার কথা কেউই বিশ্বাস করবে না। রাতের অন্ধকারে নাটক সাজিয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ নাটকের কারণেই আজকে তাদেরকে অবিচারের মুখোমুখি হতে হল। এভাবে দেশের শিক্ষা এবং শিক্ষার্থীদের ওপর হয়রানি ও নগ্ন হামলা চলতে থাকলে এ দেশের শিক্ষার ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। দেশে প্রাইমারী স্কুলের পরীক্ষা থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত সর্বত্রই প্রশ্নপত্র ফাঁসের মহোৎসব চলছে।

সরকারী দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের শিক্ষাঙ্গণে সীমাহীন সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ব্যবহার, সাধারণ এবং নিরীহ ছাত্রদের খুন-জখম এমনকি নিজেদের মাঝে মারামারি ও হানাহানি চলছে। তাদের গোলাগুলিতে অসংখ্য মূল্যবান জীবন ঝড়ে যাচ্ছে কিংবা পঙ্গু হয়ে শিক্ষা জীবনের ইতি টানতে বাধ্য হচ্ছে। তাদেরই সন্ত্রাসের কারণে মাসের পর মাস দেশের বিশ্ববিদ্যালয়, গুরুত্বপূর্ণ কলেজ, মেডিকেল কলেজ বন্ধ রাখতে কর্তৃপক্ষ বাধ্য হচ্ছেন। প্রকৃত সন্ত্রাসীদের আইনের আওতায় না এনে শুধুমাত্র রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে আজকে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর জুলুম করা হচ্ছে। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

অবিলম্বে এ অন্যায় ও জুলুম বন্ধ করে ছাত্রশিবিরের ৭ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহবান জানাচ্ছি। অন্যথায় এ কলুষিত ধারা অব্যাহত থাকলে ক্রমান্বয়ে দেশ হয়তো এমন এক গভীর খাদের কিনারায় গিয়ে দাঁড়াবে যেখান থেকে ফিরে আসার পথ খুঁজে পাওয়া কঠিন হবে। আমরা বিবেকবান দেশবাসীকে নিজেদের অধিকার এবং সন্তানের ভবিষ্যত নিরাপত্তার স্বার্থে এ জুলুম-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।”