আজ ৩ ডিসেম্বর আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জনাব সাজ্জাদ হুসাইন ও বকশীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর জনাব আজীজুল হকসহ মোট ৩জনকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০৩ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার হীন উদ্দেশ্যেই সরকার তাদের গ্রেফতার করেছে।
সরকার সারা দেশেই জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জনগণের মধ্যে আতংক সৃষ্টি করছে। জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যেই সরকার সারা দেশে গ্রেফতার অভিযান পরিচালনা করছে। নির্দোষ নেতা-কর্মীদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাঁসীবাদী চরিত্র অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর জনাব সাজ্জাদ হুসাইন ও বকশীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর জনাব আজীজুল হকসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”