শোলাকিয়া ঈদগাহের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ গত ৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদত্ত বক্তব্যে “জামায়াতকে সন্ত্রাসের উর্বর প্রজনন ক্ষেত্র আখ্যা দিয়ে জেএমবি, আনসার উল্লাহ বাংলা টীমসহ সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর জন্মদাতা জামায়াত” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ০৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মাওলানা ফরিদউদ্দিন মাসউদের বক্তব্য সর্বৈব মিথ্যা।
মাওলানা ফরিদউদ্দিন মাসউদের মিথ্যা মন্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, জেএমবি ও আনসার উল্লাহ বাংলা টীমসহ কোন জঙ্গি সংগঠনের সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই। কাজেই জেএমবি ও আনসার উল্লাহ বাংলা টীমসহ জামায়াতের কোন জঙ্গি সংগঠনের জন্মদাতা হওয়ার প্রশ্নই আসে না। এ মন্তব্য মাওলানা ফরিদউদ্দিন মাসউদের নিজ¯^ মনগড়া। কাজেই জামায়াতকে নিষিদ্ধ ও আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করার যে অযৌক্তিক দাবি তিনি জানিয়েছেন তা সম্পূর্ণ বিদ্বেষপ্রসূত ও প্রতিহিংসামূলক। জামায়াত সম্পর্কে এ ধরনের বানোয়াট মন্তব্য করে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তাই জামায়াত সম্পর্কে বিভ্রান্তিকর মিথ্যা মন্তব্য করে নিজেকে হেয় প্রতিপন্ন করা থেকে বিরত থাকার জন্য আমি মাওলানা ফরিদউদ্দিন মাসউদের প্রতি আহŸান জানাচ্ছি।”