আজ ৯ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমানসহ জামায়াতের ৮ জন নেতা-কর্মী ও নীলফামারী জেলার ৫জন কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ০৯ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই পুলিশ তাদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
সরকার সারা দেশেই জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। ইসলামী আন্দোলন করার কারনেই সরকার তাদের প্রতি রুষ্ট হয়ে গ্রেফতার করছে। জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার মাধ্যমে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চেহারাই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমানসহ সারাদেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”