বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, যশোর জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি মুহাদ্দিস আবু সাঈদসহ ৮জন নেতা-কর্মীকে গতকাল ১৩ ডিসেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৪ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিকভাবে হয়রানী করার উদ্দেশ্যেই মুহাদ্দিস আবু সাঈদকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে।
মুহাদ্দিস আবু সাঈদ একজন আলেমে দ্বীন ও সাবেক জাতীয় সংসদ সদস্য এবং একজন জনপ্রিয় নেতা। ইসলামী আন্দোলন করার কারণেই তিনি সরকারের কোপানলে পড়েছেন। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
জামায়াতের নেতা-কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করার মাধ্যমে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
জুলুম-নির্যাতন বন্ধ করে মুহাদ্দিস আবু সাঈদসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”