চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা জামায়াত কর্মী মোঃ ওসমানকে আজ দুপুরে পুলিশ নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ১৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সীতাকুণ্ডু উপজেলা জামায়াত কর্মী মোঃ ওসমানকে পুলিশের অন্যায়ভাবে গুলি করে হত্যা করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই
অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।
সীতাকুণ্ডু উপজেলা জামায়াত কর্মী মোঃ ওসমান সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই পুলিশ তাকে বেআইনীভাবে গুলি করে হত্যা করেছে। পুলিশের এই আচরণ দেশের সংবিধান, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। জামায়াত কর্মী মোঃ ওসমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা এবং দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
সরকার দেশকে রাজনীতি শূন্য করে জাতির ঘাড়ে একদলীয় ¯ৈ^রশাসন চাপিয়ে দেয়ার হীন উদ্দেশ্যেই জামায়াতসহ বিরোধীদলে নেতা-কর্মীদের বেছে বেছে গ্রেফতার করে হত্যা করছে। এইভাবে বিরোধীদলের নেতা-কর্মীদের হত্যা করে দেশের জনগণকে কখনো দাবিয়ে রাখা যাবে না। মানুষকে পাখির মত নৃশংসভাবে গুলি করে হত্যা করার পরিণতি কখনো কারো জন্য শুভ হতে পারে না।
সীতাকুণ্ডু উপজেলার জামায়াত কর্মী মোঃ ওসমানকে হত্যা করার নৃশংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে এই ঘটনার সাথে জড়িত পুলিশদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।
জামায়াত কর্মী মোঃ ওসমানের শাহাদাত কবুল করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফীক দান করুন।”