গত ১৭ ডিসেম্বর পুলিশ হেড কোয়ার্টার্সে “জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা ও বাংলাদেশ প্রেক্ষিত” শীর্ষক আলোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ.কে. এম শহীদুল হক এবং শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ১৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আইজিপি জনাব এ.কে. এম শহীদুল হক ও মাওলানা ফরিদউদ্দিন মাসউদ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে যে বক্তব্য রেখেছেন তা সর্বৈব মিথ্যা। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা বক্তব্য প্রদান করেছেন।
পুলিশের আইজিপি জনাব এ.কে. এম শহীদুল হক ‘ধরা পড়া জঙ্গিদের বেশীর ভাগই ছাত্রশিবিরের রাজনীতি ও জামায়াতের সঙ্গে সম্পৃক্ত ছিল’ মর্মে যে বক্তব্য দিয়েছেন তার কোন ভিত্তি নেই। তিনি পুলিশ বাহিনীর প্রধান হয়ে যেভাবে জামায়াত ও ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনাকাংখিত ও অনভিপ্রেত। তিনি তথ্য প্রমাণ ছাড়া যেভাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিচ্ছেন তাতে কোন ঘটনারই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব নয়। এ ধরনের মিথ্যা বক্তব্য দেয়ার কারনেই কোন ঘটনারই সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং বিচার হচ্ছেনা। ফলে আইন-শৃক্সখলা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে।
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ‘জঙ্গী বাদের সঙ্গে জামায়াতÑশিবির জড়িত। আনসারউল্লাহ বাংলাটীম ও জেএমবিসহ সবজঙ্গী সংগঠনের প্রজনন কেন্দ্র হচ্ছে জামায়াত’। মর্মে যে বক্তব্য রেখেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই যে, আনসার উল্লাহ বাংলাটীম ও জেএমবিসহ কোন জঙ্গী সংগঠনের সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সুনাম-সুখ্যাতি ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই তারা জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বরং তারা জাতির নিকট মিথ্যুক হিসেবে প্রমাণিত হবেন।
তাই নিজেদের মানমর্যাদা রক্ষার জন্যই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি আইজিপি জনাব এ.কে.এম শহীদুল হক ও মাওলানা ফরিদউদ্দিন মাসউদের প্রতি আহŸান জানাচ্ছি।”