২০ ডিসেম্বর ২০১৫, রবিবার, ২:৫৮

জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য না দেয়ার আহবান

আজ ২০ ডিসেম্বর প্রকাশিত দৈনিক প্রথম আলো পত্রিকার ১ম পৃষ্ঠায় “নৌ ঘাঁটির মসজিদে বোমা বিস্ফোরণ, মামলা হয়নি, মুখ খুলছেন না কেউ” শিরোনামে প্রকাশিত রিপোর্টে দিনাজপুর জেলার কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনসুর আলীর বক্তব্যের বরাত দিয়ে “চট্টগ্রামের নৌবাহিনীর ঘাঁটি ঈসা খাঁর দু’টি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনার স্থল থেকে ধরা পড়া নৌবাহিনীর ব্যাটম্যান রমজান আলীর পিতা আহসান হাবিব জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত” মর্মে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ২০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের রমজান আলী ও তার পিতা আহসান হাবিবের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই।
কাহারোল থানার ওসি মোঃ মনসুর আলী জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই মিথ্যা তথ্য দিয়েছেন। জামায়াতের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো থেকে বিরত থাকার জন্য আমি কাহারোল থানার ওসি মোঃ মনসুর আলীর প্রতি আহŸান জানাচ্ছি।”