২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২:৫৭

সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ হয়েছে

আজ ২৫ ডিসেম্বর দুপুরে রাজশাহী জেলার বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুরের বকপাড়ায় আহমদিয়া সম্প্রদায়ের একটি উপাসনালয়ে প্রার্থনা করার সময় বোমা হামলায় একজন নিহত এবং কমপক্ষে ৭ জন আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আহমদিয়া সম্প্রদায়ের উপাসনালয়ে সন্ত্রাসী হামলার ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হল যে, সরকার দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে চরমভাবে ব্যর্থ হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এখানে সব ধর্মের লোকেরা শান্তির সাথে বসবাস করে আসছে। কিন্তু বর্তমান ¯ৈ^রাচারী সরকারের আমলে ধর্মীয় স্থানেও বোমা হামলার মত ন্যক্কারজনক ঘটনা ঘটতে শুরু করেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। জনগণের ভোট ছাড়াই বর্তমান সরকার ক্ষমতায় বসে দেশ পরিচালনা করছে। জনগণের সমর্থন না থাকায় বর্তমান সরকার আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তার ব্যাপারে ভূমিকা রাখতে পারছে না। ইতোপূর্বে হোসনী দালান থেকে মহররমের তাজিয়া মিছিল বের করার সময় এবং বগুড়ার শিবগঞ্জে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে ও চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ কলোনীর দু’টি মসজিদে নামাজ পড়ার সময় বোমা হামলার ঘটনা ঘটেছে।
ঐ সব ঘটনার পরে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে কিছু ভূমিকা পালন করলেও এখন পর্যন্ত প্রকৃত দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেনি। যা অত্যন্ত দুঃখজনক। সরকারের ব্যর্থতার ফলে সন্ত্রাসী দুর্বৃত্তরা সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। আইন-শৃক্সখলা রক্ষার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সরকার জনগণের নিরাপত্তা বিধানে ব্যর্থ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আমি আহমদিয়াদের উপাসনালয়ে বোমা বিস্ফোরণে আহতদের সুচিকিৎসা দাবি করছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদান জ্ঞাপন করছি। এ ধরনের পৈশাচিক ঘটনা যাতে আর না ঘটতে পারে সে জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।”