২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ২:৫৭

ড. শফিকুল ইসলাম মাসুদকে জেলগেট থেকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা

ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদকে আজ জেলগেট থেকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিকভাবে হয়রানি করার হীন উদ্দেশ্যেই সরকার জামিন পাওয়া সত্তে¡ও ড. শফিকুল ইসলাম মাসুদকে জেলগেট থেকে অন্যায়ভাবে পুনরায় গ্রেফতার করেছে।
ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন লাভ করে আজ ২৫ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করার মুহূর্তে মিথ্যা মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। তাকে মিথ্যা মামলায় পুনরায় জেলগেট থেকে গ্রেফতার করে সরকার দেশের আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছে। আইন ও আদালতের প্রতি সরকারের শ্রদ্ধা থাকলে তাকে পুনরায় গ্রেফতার করতে পারত না। সরকারের এ ধরনের ন্যক্কারজনক আচরণ আইনের শাসন ও গণতন্ত্রের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল। এ ঘটনার দ্বারা সরকার প্রমাণ করেছে যে, দেশে আইনের শাসন বলতে আর কিছুই অবশিষ্ট নেই। পুলিশ আজকে ২৫ ডিসেম্বর নাটোর পৌরসভা জামায়াতের আমীর জনাব রাশেদুল হককে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। সরকারের এ ধরনের ¯ৈ^রাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণ এবং দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থার প্রতি আহŸান জানাচ্ছি।
আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে ড. শফিকুল ইসলাম মাসুদ ও নাটোর পৌরসভা জামায়াতের আমীর জনাব রাশেদুল হককে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”