২৮ ডিসেম্বর ২০১৫, সোমবার, ২:৫৬

এড. ফিরোজ হায়দার লাভলুকে গ্রেফতারের তীব্র নিন্দা

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য এড. ফিরোজ হায়দার লাভলুকে আজ ২৮ ডিসেম্বর দুপুরে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তার জনপ্রিয়তায় ভীত হয়েই সরকার তাকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তিনি সম্পূর্ণ নির্দোষ।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য এড. ফিরোজ হায়দার লাভলু একজন নির্বাচিত জনপ্রতিনিধি। তার সেবা থেকে আদিতমারী উপজেলার জনগণকে বঞ্চিত করার উদ্দেশ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। ¯ৈ^রাচারী সরকারের জুলুম নির্যাতনের হাত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও রেহাই পাচ্ছেন না। তাকে অন্যায়ভাবে গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। সরকারের এ ধরনের ¯ৈ^রাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরার সদস্য এড. ফিরোজ হায়দার লাভলুসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্র্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”