১ জানুয়ারি ২০১৬, শুক্রবার, ২:৫৪

আগামী রোববার ৩ জানুয়ারী সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর মুক্তির দাবীতে আগামী রোববার ৩ জানুয়ারী-১৬ সারা দেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ০১ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্বহীন করার চক্রান্তের অংশ হিসেবেই মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র করছে।

জাতীয় নেতা মাওলানা মতিউর রহমান নিজামী একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন ও পার্লামেন্টারীয়ান। তিনি তার নির্বাচনী ্এলাকা পাবনা জেলার সাঁথিয়া ও বেড়া থেকে দুইবার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিভিন্ন সময়ে জাতীয় ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সকল আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর থেকে ২০১০ সাল পর্যন্ত তার বিরুদ্ধে বাংলাদেশের কোথাও মামলা হওয়া তো দূরের কথা, কোন থানায় একটি সাধারণ ডায়রী পর্যন্ত কেউ করেনি। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই তাকে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার মিথ্যা অভিযোগে দুনিয়া থেকে সড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর হিসেবে জনগণের ¯^ার্থে বিভিন্ন জাতীয় ইস্যুতে ও ইসলামের পক্ষে আপোষহীন ভূমিকা পালন করার কারনেই তিনি সরকারের রোষানলে পড়েছেন। সরকার এ দেশ থেকে ইসলামী আন্দোলন ধ্বংস করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামী এবং এর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সরকার তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করেছে। যে বিচারের মাধ্যমে তাকে সরকার দোষী সাব্যস্ত করেছে তাকে দেশী-বিদেশী সকলেই বিচারিক হত্যার ষড়যন্ত্র বলছে। তার জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলা হয় তা দেশের জনগণ মেনে নিবে না। তাকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও মুক্তির দাবীতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী রোববার ৩ জানুয়ারী সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত এ শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহŸান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”