৪ জানুয়ারি ২০১৬, সোমবার, ২:৫৩

সকল দলের অংশগ্রহণে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার আহবান

৫ জানুয়ারীকে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিবস হিসাবে আখ্যায়িত করে অনতিবিলম্বে সকল দলের অংশগ্রহণে একটি নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করার আহবান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা: শফিকুর রহমান আজ ৪ জানুয়ারী এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “৫ জানুয়ারী বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দিবস। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর কোথাও ভোটারবিহীন নির্বাচনের প্রহসনের মাধ্যমে সরকার গঠন করা হয় না। গত ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে শতকরা ৫ ভাগ ভোটারও যেখানে ভোট প্রদান করেননি, সেখানে শতকরা ৪৩ ভাগ ভোট প্রদান দেখিয়ে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, জাতীয় সংসদের ১৫৩টি আসনে কোন ভোট ছাড়াই ১৫৩ জনকে জাতীয় সংসদ সদস্য হিসাবে ঘোষণা দেয়া হয়েছে। যা পৃথিবীর গণতান্ত্রিক ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। বাংলাদেশের জনগণসহ পৃথিবীর প্রায় সকল দেশই এ নির্বাচনকে একটি প্রহসনের নির্বাচন হিসাবে আখ্যায়িত করেছে। বাংলাদেশের জনগণ এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ভোটারবিহীন এ নির্বাচনের মাধ্যমে বর্তমান ¯ৈ^রাচারী সরকার জনগণের ভোটাধিকার এবং মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। যার ফলে উৎসব মুখর পরিবেশে আমাদের দেশের জনগণ যেভাবে ভোট প্রদান করে তাতে ভাটা পড়েছে।

বাংলাদেশে বর্তমানে খুন, গুম, রাহাজানি, চাঁদাবাজী, টেন্ডারবাজী, ধর্ষণ, অপহরণ, আধিপত্য বিস্তারের লক্ষ্যে গোলাগুলিসহ যতরকমের অপকর্ম সংঘটিত হচ্ছে তার মূলে রয়েছে বিনাভোটে তথাকথিত নির্বাচিত সরকার। সরকার মুখে যাই বলুক। দেশ আজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সরকার গণবিচ্ছিন্ন হয়ে এখন দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে।

অবিলম্বে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবীতে সারাদেশে মিটিং, মিছিল, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করার মাধ্যমে ভোটরবিহীন নির্বাচনের কলঙ্কিত ৫ জানুয়ারীকে একটি কালো দিবস হিসেবে পালন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল শাখা এবং দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি। ”