১২ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২:৪৯

মাদ্রাসার ছাত্রকে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার (বড় মাদ্রাসা) একজন ছাত্রকে কতিপয় ব্যবসায়ী, ছাত্রলীগ এবং পুলিশের পিটিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১২ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার ছাত্রদের ওপর ছাত্রলীগ, পুলিশ ও কতিপয় ব্যবসায়ীর হামলায় মাদ্রাসা ছাত্রসহ প্রায় শতাধিক ব্যক্তি আহত এবং একজন ছাত্র নিহত হয়।
আজ সকালে মাসুদুর রহমান নামে একজন হাফেজে কুরআন নিহত হবার খবর প্রকাশিত হলে মাদ্রাসা ছাত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মাদ্রাসা ছাত্রদের দাবি নিহত হাফেজ মাসুদুর রহমানকে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। একজন মন্ত্রীর নির্দেশে দুটি মাদ্রাসায় তালা লাগিয়ে দেয়া হয়েছে। আমি এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হাফেজ মাসুদুর রহমান নিহত হওয়ায় আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার শাহাদাত কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও সহপাঠীসহ নিটকজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি প্রদানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।
এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা যাতে আর না ঘটতে পারে সে জন্য প্রশাসনের সতর্ক থাকা প্রয়োজন। এ ঘটনায় আহতদের সুচিকিৎসা এবং নিহতের পরিবার-পরিজন ও আহতদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”