২১ জানুয়ারি ২০১৬, বৃহস্পতিবার, ১২:১০

বাংলাদেশের জনগণ দেশের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা দেখতে চায়

অবসরে যাওয়া বিচারপতিগণের রায় লেখা প্রসঙ্গে বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার দেয়া বক্তব্য অনতিবিলম্বে কার্যকর করার আহŸান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২১ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বর্তমান প্রধান বিচারপতির বক্তব্যে জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে যে, অবসরে গিয়ে বিচারপতিগণের মামলার রায় লেখা আইন ও সংবিধানের পরিপন্থি। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা জাতি।
ত্রয়োদশ সংশোধনীসহ গুরুত্বপূর্ণ যে সমস্ত রায় বিচারপতিগণ অবসরে গিয়ে প্রদান করেছেন সে সমস্ত বিষয়ে আশু পদক্ষেপ নেয়া প্রয়োজন। তাহলে আইনের শাসন আরেক ধাপ উন্নতির পথে আগাবে এবং দেশ বিদ্যমান গভীর সংকট থেকে রক্ষা পাবে।
বর্তমান প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত সুপ্রীম কোর্টের দেয়া রায় আইন সঙ্গত নয়। বাংলাদেশের জনগণ দেশের সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা দেখতে চায় এবং বর্তমান প্রধান বিচারপতির বক্তব্যের আশু বাস্তবায়ন চায়। অন্যথায় আইন ও সংবিধান লক্সঘনের সকল দায়-দায়িত্ব সংশ্লিষ্ট সকলকে বহন করতে হবে।”