২৫ জানুয়ারি ২০১৬, সোমবার, ১২:০৮

দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত বানোয়াট রিপোর্টের কোন ভিত্তি নেই

দৈনিক মানবজমিন পত্রিকার ১ম পৃষ্ঠায় “৩ জামায়াতপন্থী নেতার বহির্গমনে নিষেধাজ্ঞা” শিরোনামে গোয়েন্দা সংস্থার বিশেষ প্রতিবেদনের বরাত দিয়ে আজ ২৫ জানুয়ারী প্রকাশিত বিভ্রান্তিকর রিপোর্টে “গার্মেন্ট ও অন্যান্য শিল্পে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে জামায়াতে ইসলামী। দলের শীর্ষ নেতাদের নির্দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পোশাকসহ অন্যান্য শিল্পের ক্ষতি সাধনের পথ বেঁছে নিয়েছে তারা। জামায়াতে ইসলামী ষড়যন্ত্রমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।” মর্মে যে সব বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৫ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত এ বানোয়াট রিপোর্টের কোন ভিত্তি নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিকপন্থার রাজনীতিতে বিশ্বাস করে। কাজেই পোশাক শিল্প ও অন্যান্য শিল্প শ্রমিকদের মধ্যে জামায়াতের অসন্তোষ সৃষ্টি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে শিল্পের ক্ষতিসাধন করার প্রশ্নই আসে না। জামায়াত কখনো কোন ধরনের অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র ও নাশকতামূলক তৎপরতায় বিশ্বাস করে না। মানবজমিনের রিপোর্টে ‘জামায়াতপন্থী শ্রমিক নেতারা দেশের বাইরে গিয়ে বিভিন্ন প্রকার মিথ্যাচার করে ও প্রপাগাণ্ডা ছড়িয়ে বিনিয়োগকারী এবং বিদেশী ক্রেতা/বায়ারদের নিরুৎসাহিত করার অপচেষ্টা চালাতে পারে।’ মর্মে যে সব কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবতার সাথে এ আশঙ্কার কোন সম্পর্ক নেই। তাই জামায়াতপন্থী শ্রমিক নেতাদের বিদেশ সফরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করা সম্পূর্ণ অন্যায় ও অযৌক্তিক।
এ ধরনের কল্পনা নির্ভর বিভ্রান্তিকর মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক মানবজমিন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে আমি আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”