১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার, ১১:০৯

রেলের ভাড়া বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ

২০ ফেব্রুয়ারী থেকে রেলযাত্রী পরিবহনের ভাড়া রুট ভেদে ৭ থেকে ৯ শতাংশ এবং একই হারে রেলপথে কন্টেইনার পরিবহন ভাড়া বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১৯ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “হঠাৎ করে ২০ ফেব্রুয়ারী থেকে রেলযাত্রী পরিবহন ভাড়া ৭ থেকে ৯ শতাংশ এবং একই হারে রেলপথে কন্টেইনার পরিবহন ভাড়া বৃদ্ধির এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত দেশের দরিদ্র জনগণের ওপর মরার ওপর খাড়ার ঘায়ের শামিল।
১৯ ফেব্রুয়ারী দুপুরে রেল সচিব জনাব ফিরোজ সালাউদ্দিন ২০ ফেব্রুয়ারী থেকে রেল যাত্রীদের এবং রেলপথে কন্টেইনার পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করার কথা জানিয়েছেন। সূত্র জানিয়েছে যে, মাননীয় প্রধানমন্ত্রী রেলযাত্রী ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ৪ঠা ফেব্রুয়ারী অনুমোদন করেন এবং ৭ ফেব্রুয়ারী রেল মন্ত্রণালয় সরকারী আদেশ জারি করে। রেলযাত্রী ও কন্টেইনার ভাড়া বৃদ্ধি করে সরকার দরিদ্র জনগণের ওপর জুলুম করেছে। এতে দেশের দরিদ্র জনগণের ভোগান্তি আরও বাড়বে। সরকারের এ ধরনের এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্তের ফলে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে। সরকারের এ সিদ্ধান্ত সম্পূর্ণ গণস্বার্থ বিরোধী।
সাধারণ জনগণের যাতায়াত ভাড়া বেড়ে গিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। অন্যদিকে পণ্য পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় বিভিন্ন পণ্যের পরিবহন খরচ বাড়বে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যও অসহনীয়ভাবে বেড়ে যাবে।
কাজেই দেশের দরিদ্র জনগণের অর্থনৈতিক দুর্ভোগ ও দ্রব্যমূল্য বৃদ্ধির কথা চিন্তা করে রেলযাত্রী ভাড়া এবং কন্টেইনার পরিবহন ভাড়া বৃদ্ধির এ অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”