২২ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১১:০৯

কারাগারে আটকাবস্থায় মাওলানা আনিুছুর রহমানের ইন্তেকালে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও ডোমনপুকুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিুছুর রহমান কারাগারে আটকাবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২১ ফেব্রুয়ারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২২ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “গত ২০ নভেম্বর পুলিশ ডোমনপুকুর মাদ্রাসা ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবির কর্মী আবু সায়েম ও সোহাগকে গ্রেফতার করে। পরে মাদ্রাসার অধ্যক্ষ ও শাজাহানপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা আনিছুর রহমানকে গ্রেফতার করা হয়।

মাওলানা আনিছুর রহমান বগুড়া জেলা কারাগারে বন্দী অবস্থায় গত ১২ ফেব্রুয়ারী হৃদ রোগে আক্রান্ত হলে তাকে প্রথমে স্থানীয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ পাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশী প্রহরায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ২১ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি .... রাজিউন )।

আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বর্তমান স্বৈরাচারী জালেম সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস কারাগারে আটক রেখে তাদের ওপর জুলুম করছে।

মাওলানা আনিুছুর রহমান সকলের নিকট একজন শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন ছিলেন। তিনি কারাগারে আটকাবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে পর্যাপ্ত চিকিৎসা দেয়া হয়নি বলে তার পরিবার জানিয়েছে। গুরুতর অসুস্থ মাওলানা আনিছুর রহমানকে সরকার জামিন না দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সরকারের এহেন অমানবিক আচরণ মানবাধিকারের চরম লঙ্ঘন। আমি বর্তমান জালেম সরকারের এহেন অমানবিক আচরণের তীব্র নিন্দা করছি এবং এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
আমি মাওলানা আনিছুর রহমানের রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সমাজের সৎ ও ভাল মানুষদের এভাবে হত্যা করে সরকার দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আমি দেশবাসীকে বর্তমান স্বৈরাচারী জালেম সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আহবান জানাচ্ছি।”