২৩ ফেব্রুয়ারি ২০১৬, মঙ্গলবার, ১১:০৮

আওয়ামী লীগ সরকার কুরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চায়

ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোস্তফা কামাল এবং ভোলা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুনসহ ভোলা জেলার লালমোহন উপজেলা ইসলামী ছাত্রশিবিরের ৩৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৩ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ তাদের নিয়মিত একটি ঘরোয়া প্রোগ্রাম করছিলেন। এ প্রোগ্রামে কুরআন-হাদীসের ওপর আলোচনা চলছিল। এহেন একটি ধর্মীয় প্রোগ্রাম থেকে তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনা প্রমাণ করে যে, আওয়ামী লীগ সরকার কুরআনের আলোচনাকে বন্ধ করে দিতে চায়। আওয়ামী সরকরের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অবিলম্বে ভোলা জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোস্তফা কামালসহ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মুক্তি দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।”