২৯ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার, ১১:০৪

আইন করে গরু জবাই বন্ধ করার দাবির তীব্র নিন্দা

হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের যুক্তরাষ্ট্র শাখা সম্প্রতি নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে আইন করে গরু জবাই বন্ধ করার যে দাবি জানিয়েছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের আজ ২৯ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক-সম্প্রীতির দেশ। এখানে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টানসহ সকল ধর্মের মানুষ পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসার সাথে একত্রে বসবাস করে থাকে। তারা পরস্পরের ধর্মের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের শতশত কোটি মানুষ গরুর গোস্ত আহার করে থাকে এবং সংশ্লিষ্ট দেশে গরু জবাই করা হয়ে থাকে। গরুর গোস্ত মুসলমানদের জন্য হালাল খাদ্য। তাই মুসলমানরা গরু জবাই করে এর গোস্ত খেয়ে থাকে। এ নিয়ে কারো আপত্তি থাকা উচিত নয়।

হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দ গরু জবাই নিষিদ্ধ করার যে দাবি উত্থাপন করেছেন তা চরম বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয়। তাদের এ বক্তব্য চরম উস্কানীমূলকও বটে। কোন একটি রাষ্ট্রের নাগরিকগণ কী খাবার খাবে তা বলার দায়িত্ব তাদের নয়।

আমি হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তাদের এ বক্তব্য প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানাচ্ছি।”