২ মার্চ ২০১৬, বুধবার, ১০:৫৯

জেলা নায়েবে আমীর নূর মুহাম্মাদকে গ্রেফতারের পর কর্তৃপক্ষের অস্বীকার করার তীব্র নিন্দা

ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব নূর মুহাম্মাদকে আজ ২ মার্চ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়ার পরে তাকে গ্রেফতার করার কথা থানা কর্তৃপক্ষের অস্বীকার করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ২ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব নূর মুহাম্মাদকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়ার পরে তাকে গ্রেফতার করার কথা থানা কর্তৃপক্ষের অস্বীকার করায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব নূর মুহাম্মাদ একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তাকে আজ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক করে নিয়ে যাওয়ার পর থানা কর্তৃপক্ষ তাকে গ্রেফতারের কথা অস্বীকার করায় তার আত্মীয়-পরিবার-পরিজন গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। জনাব নূর মুহাম্মদকে আটক করার পর কোথায় কি অবস্থায় রাখা হয়েছে তা তার পরিবার-পরিজন জানতে চায়। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, জামায়াতের নেতা-কর্মীদের আটক করার পর পুলিশ কর্তৃপক্ষ তা রহস্যজনকভাবে অস্বীকার করছে। আমরা জনাব নূর মুহাম্মাদের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।

কাজেই ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব নূর মুহাম্মাদ এখন কোথায় কিভাবে আছেন তা তদন্ত করে তাকে খুঁজে বের করে অবিলম্বে তার পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”