৯ মার্চ ২০১৬, বুধবার, ১০:৫৭

মাননীয় নৌপরিবহন মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা

বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী জনাব শাহজাহান খান ২০১৫ সালের ১লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্ত্বরে নারীদের যৌন নিপীড়নের ঘটনাকে “তেমন বিষয় নয়” মর্মে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৯ মার্চ প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জনাব শাহজাহান খান ২০১৫ সালের ১লা বৈশাখে যৌন নিপীড়নের ঘটনাকে তেমন বিষয় নয় বলে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। আমি তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
জনাব শাহজাহান খান একজন মাননীয় মন্ত্রী। তাই তার মুখ থেকে এ ধরনের বক্তব্য কেউ আশা করে না। তার এ দায়িত্বহীন বক্তব্যে দেশবাসী বিশেষ করে নারী সমাজ বিস্মিত এবং দারুনভাবে ক্ষুব্ধ হয়েছে। একজন দায়িত্বশীল ব্যক্তির এ ধরনের দায়িত্বহীন বক্তব্যে সন্ত্রাসীরা নিঃসন্দেহে উৎসাহিত হয় এবং নারী নির্যাতন, শিশু অপহরণ, নির্যাতন ও হত্যাসহ জঘন্য ঘটনা ঘটায়। স্কুল, কলেজ, রাস্তাঘাটসহ সর্বত্র নারী ও শিশুদের জন্য এক ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের পাঠিয়ে অভিভাবকদের দারুন উৎকণ্ঠার মধ্যে দিন কাটাতে হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা ঢাকা দেয়ার উদ্দেশ্যেই তিনি এ ধরনের দায়িত্বহীন মন্তব্য করেছেন।
এ ধরনের দায়িত্বহীন বক্তব্য প্রত্যাহার করার জন্য আমি জনাব শাহজাহান খানের প্রতি আহ্বান জানাচ্ছি।”